আমি সেই ছেলে
আমি সেই ছেলে যার বাল্যাবস্থা কাটতে না কাটতেই,
সমাজ মাথায় চাপিয়ে দেয় দায়িত্বের পাহাড়।
আনন্দ গুলো ঘাম হয়ে টপ টপ করে মাটিতে পড়ে,
স্বপ্ন গুলো রোজ বাজারের ব্যাগে করে এসে
চুলোর আগুনে জ্বলে হয়,
পরিবাবের দুবেলার খাবার।
শিক্ষা জীবন শেষ করে,
চাকুরী না পেলে জীবন টা হয়ে ওঠে নরকসম,
সমাজ বেকার বলে অচ্ছুত করে রাখে,
নরকের অনলে জ্বলায় এই সমাজ।
সহস্র সুচ এর খোঁচার মতো
পরিবারের সদস্য দের কথা গুলোও,
তাঁকে যন্ত্রনা দেয়।
নারীর স্বার্থ রক্ষার্থে নারীবাদী মানব দরদীরা,
মুখে রক্ত তোলে নারীর সমানাধিকারের জন্য।
সেই সব ছেলেদের জন্য তাদের শব্দ ব্যয়
অর্থহীন মনে হয়।
কই তোমরা তো কোনোদিন
বেকার নারী ও বেকার পুরুষ কে এক চোখে দেখ নি?
কোনো দিন দায়িত্ব তুলে দাওনি তো,
মেয়েদের ঘাড়ে,
কোনোদিন খোঁচা দাওনি তো তাঁদের বেকার বলে।
সত্যি বলতে 'বেকার' শব্দ তাই পুং লিঙ্গের
নারীবাদীরা চির দিন এ ব্যাপারে উদাসীন।
ছেলে "তুমি চাকরি পাওনি,
তুমি বিয়ে করতে চাও কোন মুখে?"
কই কোনো দিন কোনো মেয়েকে তো
চাকরি পায়নি বলে বিয়ের জন্য সমাজ আটকে রাখেনি।
সমান অধিকারের বুলি আওড়াও শুধু সুবিধা নিতে,
দিতে নয়।
আর তোমরা দোষ দাও 'পুরুষতান্ত্রিক সমাজে নারীর অধিকার ভূলুণ্ঠিত,
কেউ তাদের সন্মান দেয় না'
এই তোমাদের অভিযোগ...
পুরুষ দের তোমরা দিয়েছো অধিকার?
দাও নি, তারা অর্জন করেছে।
কারণ তারা দায়িত্ব নিতে পিছ পা হয় না,
দায়িত্বের ভারে চ্যাপ্টা হয়ে গেলেও
কোনোদিন স্বাধীনতা হরণ হয়েছে বলে
মিথ্যা অভিযোগ করে না।
✍️রামমনি হালদার
উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ
0 মন্তব্যসমূহ