।।"সম্পর্ক গড়তে অনেকটা সময় লেগে যায় কিন্তু ভুল বোঝাবুঝিতে সেটা ভেঙে যায় এক লহমায়"।।
অনেকেই বলে নারীরা নাকি শুধু গাড়ি,বাড়ি আর অর্থে-ই সুখী!
মন্তব্যটি অনেকাংশেই কুরুচিকর।
যতই ধন-সম্পত্তি থাকুক না কেন দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অধিকাংশ নারীই চায় তার পুরুষটি যেন তার প্রতি যত্নবান হয়। যে কোনো পরিস্থিতিতে তার মনের মধ্যে থাকা হাজার কথা বুঝতে পারদর্শী হয়। প্রতিটি স্ত্রী-ই চায় তার স্বামীর মুখে নিজের প্রশংসা শুনতে, তাকে ভালোবাসার কথাটিও চায় স্বামীর মুখ থেকে শুনতে। সব কিছু বুঝতে পারলেও শোনার মধ্যে যে এক পরম শান্তি লুকিয়ে থাকে সেটা কেবল নারীরাই বোঝে।
প্রতিটি নারীকেই তার অমূল্য সম্পদ পিতা-মাতা কে ছেড়ে স্বামীর ঘরে আসতে হয় যেটা কিনা পুরুষদের কখনোই করতে হয় না, তো সেখানে দাড়িয়ে একটি নারীকে বোঝা অত্যন্ত জরুরী। মানিয়ে নেওয়ার গুরুদায়িত্বটা সর্বদা নারীকেই কেন নিতে হবে? বাকিদের কী উচিত নয় মানিয়ে নেওয়ার মতে এই দায়িত্বটা তাদেরও সমান ভাবে পালন করা? উভয় দিক থেকে কিছুটা করে মানালে তবেই তো একটি সুস্থ সম্পর্কের সূচনা হয়।
একে অপরকে বোঝাটা খুবই জরুরী। স্বামী-স্ত্রী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য কথাটি। মনের কথাগুলো মুখে প্রকাশ করতে হবে, সেটা পছন্দের কথা হোক আর অপছন্দেরই হোক! মনের মধ্যে কথা চেপে অযথা কলহ-বিবাদ, প্রতিদ্বন্দ্বীতা বা প্রতিযোগিতায় মেতে উঠে কোনই সমাধান পাওয়া যায় না, বরং তাতে সম্পর্কটি চীরতরে শেষ হতে বসে। তাই আলোচনা করুন নিজেদের মধ্যে, সব রকমের কথা শেয়ার করুন। আলোচনার থেকে অনেক সময় সমাধান সূত্র বেরিয়ে আসে, আর তাতে বেঁচে যায় একটি সুন্দর সম্পর্ক।
তবে সব ক্ষেত্রে যে বিয়ের আগে থেকে ভালোবাসা হয়ে আসে সেটা নয়, বিয়ের পরেও ভালোবাসা হয়, দীর্ঘকাল টিকে যায় সেই ভালোবাসা। তাই পরস্পরকে যথেষ্ট সময় দিন, তাদের ছোট থেকে ছোট জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। সমস্ত বিষয়টা এক বছরের মধ্যে শেষ করতে হবে এমনটাতো নয়, সারা জীবন পড়ে আছে একসাথে বাঁচার জন্য,আর চীরকাল একসাথে বাঁচার জন্য পরস্পরকে বোঝাপড়ার মধ্যে দিয়ে সেই সুদৃঢ় সম্পর্কটি তৈরী করুন। অনেক ক্ষেত্রেই দেখা যায় একটা সম্পর্ক থেকে বেরোনোর জন্য মানুষ তার সঙ্গীকে গোপন করে অন্য একটি নতুন সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ে, এটি যে তার সঙ্গীর পক্ষে কতটা মারাত্মক সেটা যারা না ভুক্তভোগী হয়েছেন বুঝবেন না। আপনার সঙ্গীকে কেন আপনার ভালো লাগছে না সেটা তারও জানা দরকার, এমনটাও হতে পারে কারনগুলো জানার পর সে নিজেকে শুধরে নিলো আর তাতে টিকে গেলো সম্পর্কটি। জোর করে আপনি কোন কিছুই পাবেন না বরং আলোচনার দ্বারা হলেও সমাধান পাওয়া যেতে পারে।
"সম্পর্ক গড়তে অনেকটা সময় লেগে যায় কিন্তু ভুল বোঝাবুঝিতে সেটা ভেঙে যায় এক লহমায়"। তাই পরস্পরকে জানা বা বোঝা দরকার, প্রয়োজনে বিয়ের পরেই হোক না! তাতে সময় লাগলে লাগুক না!
ক্ষতি কী!!!
0 মন্তব্যসমূহ