★★★চুম্বন★★★
কলমে- সৌমি পাল

[এক শীতের ভোরে বৃষ্টি আর সবুজের কথোপকথন]


হঠাৎই আজ ভোরবেলা ঘুমটা ভেঙে গেল। এই কদিন ধরেই ঠান্ডাটাও বেশ জাকিয়ে পড়েছে। কাঁচের জানলায় মোটা পর্দা টানানো। বাইরে পৌষের কুয়াশার চাদর ভেদ করে সদ্য সূর্যি মামা হয়তো উকি দিয়েছে আর সেই হালকা রোদের ছটা মোটা পর্দা ঠিকরে ঘরে এসে পড়ছে। 
পাশ ফিরতেই দেখি সেও কিছুটা নড়াচড়া করছে,সেই দেখে আমিও ঘুমের ভান করে চোখ বুজে রইলাম। কিছুক্ষন পর মনে হল সে হয়তো চেয়ে আছে আমার দিকে। তাকিয়ে দেখি যেমনটা ভেবেছিলাম ঠিক তাই। আমি বললাম - "কি দেখছ এমন করে?" উত্তরে সে বলল - "দেখছিলাম যে ঘুমন্ত অবস্থায় কি মিষ্টি দেখায় তোমাকে,অবুঝ শিশুরা যেমন নিশ্চিতে ঘুমোয় তোমাকেও ঠিক সেরকম মনে হচ্ছিল। 
- তাই বুঝি? 
- হ্যা ম্যাডাম একদমই তাই। আচ্ছা এবার বলো তো এত ভোরে তুমি কেন জেগে আছো তাও আবার রবিবারের ভোরে? 
- জানি না কেন আজ হঠাৎ ঘুমটা ভেঙে গেল!
- তাহলে এখন ঘুমিয়ে পড়ো,আরো বেশ কিছুক্ষণ ঘুমোতে পারবে। 

এই বলে সে আমার কপালে আলতো করে একটি চুমু খেয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে কাছে টেনে নেয়। সেই সময় মায়ের কথা খুব মনে পড়ছিল, রাতে ঘুমোনোর সময় মা ঠিক এইভাবেই মাথায় হাত বুলিয়ে দিত আর পাশাপাশি সেই মুহূর্তে নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মনে হচ্ছিল। 

তারপর যখন ঘুম ভাঙলো তখন ঘড়ির কাঁটা প্রায় ৯টা ছুঁই ছুঁই। তাকিয়ে দেখি তাঁর বাম হাতের ওপর আমার মাথা রাখা। সত্যি আলিঙ্গনারত পরম শান্তির ঘুম হয়তো একেই বলে।