★★★ ফতোয়া★★★
কোলবালিশের ভোল বদল,
দুটো হাত বানায় মুট,
সকাল বেলায় কপাল ভেজা,
নিত্যযাত্রী,একই রুট।
ভোরের আলো ঘরের মাঝে,
ছিটকিনি তোলা দরজা,
দূরে সরানোর অভিনয়ে পটু,
মিথ্যে বাহানার তরজা।
ইচ্ছে ক'রে মেনে নেওয়া হার,
বন্দী হওয়ার বাসনা মনে।
ফুটছে মুখে অসম্মতির বুলি,
সম্মতি রেখা অধর কোণে।
'না' এর মাঝে লুকিয়ে 'হ্যাঁ',
চুপটি করে মারছে উঁকি,
গুপ্ত রাখা সুপ্ত ইচ্ছা,
"নিক না নিয়ে একটু ঝুঁকি।"
ভাবনা গুলো বাঁধন ছাড়া,
হলোই না হয় বাড়াবাড়ি,
স্বপ্ন দেখার স্বাধীনতায়,
কে করেছে ফতোয়া জারি?
✍️রামমনি হালদার
হেমতাবাদ, উত্তর দিনাজপুর