★★★★প্রশ্নবাণ★★★
মেঝো কাকার বড়ো ছেলে নামটি হলো রিকাই,
প্রশ্নবাণে ঘোল খাওয়াতে একশো সে একাই।
প্রশ্ন আছে হরেক রকম মিষ্টি তেতো ঝাল,
জবাব দিতে বাড়ির লোকের অবস্থা বেহাল।
লবন কেন নোনতা লাগে চিনি কেন মিষ্টি?
সব মেঘেতে আকাশ হতে হয়না কেন বৃষ্টি?
মানুষ কেন দিনে জাগে ঘুমোয় রাতের বেলা?
সূর্য কেন ভোরেই ওঠে, ওঠেনা সন্ধ্যা বেলা?
রাস্তাগুলো কেনইবা হয় এমন আঁকাবাঁকা?
আগুনেতে হাতটা দিলে কেন লাগে ছ্যাকা?
চাঁদটা কেন গোল-ই হলো, হলোনা চারকোনা,
আদর করে কেনই বা মা ডাকেন তাকে সোনা?
ঠাকুমার চুল সাদা কেন, মার টা কেন কালো?
অন্ধকারে দেখতে কেন জ্বালাতে হয় আলো?
মানুষ কেন জন্ম নেয়, কেনই বা যায় মরে?
ফলগুলো সব পাঁকার পরে কেনই বা যায় ঝরে?
আম কেন ওই গাছে ধরে, আলু মাটির নিচে?
কোকিল কেন কুহু ডাকে, ময়ূর কেন নাচে?
আগুনেতে ঢাললে জল ,যায় কেন তা নিভে?
তেঁতুল কেন দেখলে পরে, জল এসে যায় জিভে?
রিকাই শুধু জবাব চায়, নেই কোনো আর বায়না,
সবাই তাঁকে এড়িয়ে যায়, কেন জবাব দিতে চায়না?
প্রশ্ন গুলোই ভুল করেছে, নাকি প্রশ্ন করাই ভুল?
শান্ত মাথায় ভেবো বসে, ছিড়োনা মাথার চুল।
✍️রামমনি হালদার
হেমতাবাদ, উত্তর দিনাজপুর
17-05-2021
0 মন্তব্যসমূহ