Subscribe Us

বৃষ্টি ভেজা ভাবনা (রামমনি হালদার)

লেখাটি বার পড়া হয়েছে
ঘরের চালে বাজছে নূপুর,
গাছের পাতায় টুপ টাপ,
আকাশ জুড়ে গুরু গুরু,
মফস্বলের নিন্মচাপ।

হেঁসেল থেকে গন্ধ আসে,
খিচুড়ি আর ডিম ভাজা,
বোকা বাক্সে বাজে খবর,
একলা ঘরে শান্তি খোঁজা।

বুকের নিচে বালিশ দিয়ে,
দু-এক ছত্র লিখে ফেলা,
বর্ষা মুখর আলসেমিতে,
তোমায় ভেবে কাটছে বেলা।

বৃষ্টি ভেজা হালকা বাতাস
ঢুকছে ঘরের জানলা দিয়ে,
তোমার নামের ডায়রি পাতা,
উড়ছে তাতে ফুর ফুরিয়ে।

তোমার কথা পড়ছে মনে,
তুমি ও জানি ভাবছো আমায়,
এখনও তুমি আটকে আছো,
আমার বুকের বোতাম খানায়।

✍️রামমনি হালদার
09/08/2020

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ