অভিমান নিজে থেকে জন্ম নেয় না,
স্বতঃস্ফূর্ত ভাবে আকারে বাড়েও না,
বিনাপ্ররচনায় বিস্ফোরিত ও হয়না।
একটু একটু করে জমা অবহেলা আর
দায়িত্বজ্ঞানহীনতার মেঘ থেকেই
জন্ম নেয় অভিমানের বিদ্যুলতা।
কখনো গুরু গুরু গর্জনেই সমাপ্ত হয়ে যায়
কখনো বা আছড়ে পড়ে বজ্রপাত হয়ে।
অভিমান জন্ম নেয় তখন যখন
মধ্যরাত পেরিয়ে গেলো তোমার জন্য করা
অপেক্ষার প্রহর শেষ হয়না।
অভিমান জন্ম নেয় তখন যখন
আমি ঘরে একলা আছি জেনেও
তুমি বাড়ি ফিরতে পারো না।
অভিমান আকারে বাড়ে তখন যখন
মধ্য রাতের বজ্রপাতের শব্দে ভয় পেয়ে
তোমাকে জড়িয়ে ধরতে পাশে পাইনা।
অভিমান বিস্ফোরিত হয় তখন যখন
অভিমান ভাঙানোর চেষ্টা না করে
দিব্যি ঘুমিয়ে পড়ো।
আর এই বিস্ফোরণ বারে বারে হবে,
বারে বারে হানবে আঘাত।
যতদিন না নিজেকে শোধরাবে।।।।
✍️রামমনি হালদার
হেমতাবাদ, উত্তর দিনাজপুর
0 মন্তব্যসমূহ