নদীর উপর ঝুলছে লোহার সাঁকো,
ওপারেতে আগুন আনে জোয়ার,
ষাঁড় আর গরু গুঁতো-গুঁতি করবেই,
রাজার যদি বন্ধ থাকে খোয়াড়।
মাথারা ভালো মাথা খাটাতে জানে,
মাথা কাটে যার মাথাতে নেই ঘিলু,
ভেড়ার পালের মিছিল রাজপথে,
ঘাম ঝরিয়ে গরম করে তালু।
উস্কানিতে ফোস্কা পরে যাদের,
তাদের মাথায় মাথার পায়ের চটি,
জানেনা ওরা উস্কানি দেয় যারা,
চিতার আগুনে সেঁকতে জানে রুটি।
ওরে সব বোকা পোকার দল,
দেখলে আগুন ঝাঁপিয়ে গিয়ে পড়িস,
একটি বার তো এবার ভেবে দেখ,
কজন মরে তোরা যাদের কথায় মরিস?
✍️রামমনি হালদার
হেমতাবাদ, উত্তর দিনাজপুর
14.06.2022
0 মন্তব্যসমূহ