★★★ কাদম্বিনী ★★★
কতবার এসেছি তোমার আকাশে,
কেঁদেছি তোমার বুকে,
কতবার ভেসেগেছি হতাশার বাতাসে
রাখতে তোমায় সুখে।
দিগন্তে দিগন্তে জমে জমে আমি,
করেছি কত চিৎকার,
কত শত বার ওই ছিন্ন হৃদয় হতে,
ক্ষণপ্রভা নেমেছে হাজার।
আমি বারে বার বুকেতে হাজার
শুধু এঁকেছি তোমার কান্তি,
তবু তুমি হায় দেখনি তো তায়,
পেয়েছো কি তাতে খুব শান্তি?
ব্যথা আরো জমবে,তোমার শহরেই নামবে,
জমে থাকা আমার অঝোরধারা,
ভাসবে যেদিন সব, সেদিন উঠবে কলরব,
হয়তো সেদিন তুমিও দেবে সারা।
✍️রামমনি হালদার
হেমতাবাদ, উত্তর দিনাজপুর
06.05.2022
0 মন্তব্যসমূহ