Subscribe Us

মনুষ্যত্ববোধ (সৌমি পাল)

লেখাটি বার পড়া হয়েছে

মনুষ্যত্ববোধ


"শোন টিনা তোর বাড়ির লোকদের সাথে তোর আর সম্পর্ক রাখা চলবে না, হয় আমি নয় তোর বাড়ি যেকোন একটা দিক তোকে বেছে নিতে হবে"। 
বিয়ের ঠিক কয়েক মাস পরেই পরিষ্কার ভাবে জানিয়ে দেয় নিলয় টিনাকে। 

কিছুদিন পর নিলয় অফিস থেকে ফিরে টেবিলে রাখা একটি চিঠি পায়, যাতে টিনা জানিয়েছিল-  
 "আমি তোকে ভালোবেসেছি ঠিকই তবে সেটা কিন্তু আমার মনুষ্যত্ববোধকে বিসর্জন দিয়ে নয়। ভালো আমি তোকেই বাসবো তবে আজ থেকে সেটা আর স্পর্শে নয়, শুধুই অনুভূতিতে"। ভালো থাকিস।।
                  
                    ~সৌমি পাল

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

নামহীন বলেছেন…
খুব সুন্দর