Subscribe Us

তপস্বী (রামমনি হালদার)

লেখাটি বার পড়া হয়েছে

 ★★★তপস্বী★★★

দেবতা যে ছিলো মোর গভীর তম তে,
প্রবেশিলে তুমি সখী সান্ধ্যপ্রভা হাতে।
আলোকিত করিলে যে মন মন্দিরে রে,
সত্ত্ব গুনে ভরাইলে আমার হৃদিরে।
মন যে ডুবিয়া ছিলো, গভীর আঁধারে,
উদ্ধার যে তুমি সখী, করিলে তাহারে।
তব ভক্তি শক্তি দিলো অধমের প্রাণে,
ফিরিয়া পাইলো সুখ তোমার কল্যাণে।

তপস্বী যে ছিলে তুমি পূণ্য দিলে কারে!
এমন ঐশ্বর্য ধারে, ঋণী করলে মোরে।
এজনমে এতো ঋণ শুধিবেনা হায়,
শত জন্ম কেটে যাবে শুধিতে যে তায়।
এই ঋণে ঋণী হয়ে যেন জন্মি গো আবার,
মহাজন হয়ে তুমি জন্ম নিও বারে বার।

✍️রামমনি হালদার
হেমতাবাদ, উত্তর দিনাজপু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ