সাইকেলে আর প্রেম বসেনা
হাঁটেনা পথে হাত ধরে,
কাঁচের দেয়াল ঠান্ডা ঘর,
ওতেই প্রেমের মন ভরে।
ভোরের আলো চাঁদনি রাত,
এসব শুধুই আদিখ্যেতা।
নিয়ন আলোয় ডিস্কো নাচে,
প্রেম হয়েছে স্বাধীনচেতা।
ব্যালকনিতে কফির চুমুক,
বৃষ্টি জলে হাত ভেজানো,
শাড়ির কুচি, খোঁপার ফুল,
মর্ডান প্রেমে সব সাজানো।
কবিতা বলা, গান শোনানো,
বাড়াবাড়ি অত্যাধিক,
বিশ্বায়নের বিশ্ব মাঝে,
প্রেম হয়েছে বাণিজ্যিক।
✍️রামমনি হালদার
উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ